লুসাইল স্টেডিয়াম, যে মঞ্চে লিওনেল মেসি ছুঁয়েছিলেন ক্যারিয়ারের সর্বোচ্চ স্বপ্ন, সেই জায়গাতেই আবার ফিরছে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা, তার মধ্যেই কাতার প্রস্তুত আরও একটি মহারণের জন্য। আগামী ২৭ মার্চ ফিনালিসিমার সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে কাতারের লুসাইলে মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এই ম্যাচকে ঘিরেই কাতার ঘোষণা করেছে ‘কাতার ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’। আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ। যেখানে ফুটবলপ্রেমীরা একসঙ্গে দেখতে পাবেন বিশ্বের সেরা দল ও তারকাদের। মেসি ও লামিন ইয়ামালের পাশাপাশি এই উৎসবে থাকবেন মিশরের মহাতারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও।
এই প্রদর্শনী টুর্নামেন্টে অংশ নিচ্ছে আর্জেন্টিনা, স্পেন, স্বাগতিক কাতার, সৌদি আরব, মিশর ও সার্বিয়া। ম্যাচগুলো ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই অনুষ্ঠিত হবে, ফলে প্রতিটি দলই মাঠে নামবে পূর্ণ শক্তির সিনিয়র স্কোয়াড নিয়ে। তারকাবহুল এই আসরে দেখা যেতে পারে মেসি, সালাহ, ইয়ামাল, মিত্রোভিচ, মারমুশদের মতো পরিচিত মুখ।
ফেস্টিভ্যালের সূচি অনুযায়ী, স্পেনের বিপক্ষে ফিনালিসিমার পর ৩১ মার্চ কাতারের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে ৩০ মার্চ মিশরের মুখোমুখি হবে স্পেন। সব ম্যাচই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ-পরবর্তী সময়ের আধুনিক অবকাঠামোতে গড়া স্টেডিয়ামগুলোতে।
ফুটবল ইভেন্টসের লোকাল অর্গানাইজিং কমিটির (এলওসি) মতে, এই আয়োজন আন্তর্জাতিক ফুটবলে কাতারের ধারাবাহিক বিনিয়োগ ও সক্ষমতারই প্রতিফলন। একই সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে জাতীয় দলগুলোর জন্য এটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতির একটি মঞ্চ।
এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, বিশ্বমানের তারকা ও সমর্থকদের আবারও কাতারে স্বাগত জানাতে তারা প্রস্তুত।
এই ফুটবল উৎসবের টিকিট বিক্রি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। আর আন্তর্জাতিক সমর্থকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকেই। তাই বিশ্বকাপ-পরবর্তী লুসাইল আবারও প্রস্তুত, ফুটবলের নতুন স্মৃতি গড়ার জন্য।