প্রকাশিত :
৩১ আগস্ট ২০২৫, ৮:২৬:১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কার্যালয়ে রবিবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে নেতাকর্মীরা ভাঙচুর চালায়। তারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে চলমান অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করে। এতে রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সকাল ১০টার দিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর ছাত্রদলের কিছু নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়ে বারান্দায় থাকা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে এবং একটি টেবিল উল্টে দেয়। এরপর ফটকে তালা মেরে অবস্থান কর্মসূচি চালিয়ে যায় তারা। এ সময় তারা ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে’, ‘রাকসু আমার অধিকার’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’-সহ নানা স্লোগান দেন।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা কোনও ভাঙচুর করি নাই, শুধু টেবিলটা সরানো হয়েছে। আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।’ কর্মসূচিতে শাখা ছাত্রদলসহ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি, রাবি শাখার শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রথম বর্ষের ভোটাধিকার বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিলেন না। তাই এখন তাদের ভোটার করার সুযোগ নেই; তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।’