প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ৫:৫২:০১
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব সাম্প্রতিক ক্রীড়াক্ষেত্রে ‘কোচ’ শব্দের ব্যবহারকে কেন্দ্র করে এক বিস্তৃত মত প্রকাশ করেছেন। কলকাতায় ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকাল যাদের কোচ বলা হচ্ছে, প্রকৃতপক্ষে তাদের ‘ম্যানেজার’ বলা বেশি যথাযথ।’
কিংবদন্তি ব্যাটারের মতে, বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আসলে কোচ নন, বরং দলের ম্যানেজারের ভূমিকা পালন করছেন। বর্তমানে টিম ইন্ডিয়ারে গৌতম গম্ভীরের সঙ্গে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ রয়েছেন। একই ধরনের কাঠামো ভারতীয় ফুটবল দলে ও দেখা যায়।
কপিল দেব বলেন, ‘কোচ শব্দটি আজকাল সাধারণ হয়ে গেছে, কিন্তু প্রকৃত অর্থে কোচ হলেন সেই ব্যক্তি যিনি কাউকে কিছু শেখান। স্কুল বা কলেজ পর্যায়ে কোচের প্রয়োজন হয়, কারণ তখন শেখানোর বিষয় থাকে। কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে, গম্ভীর স্পিন বোলিং বা উইকেটকিপিং শেখান না; তার কাজ দল পরিচালনা করা। একজন ম্যানেজারের মূল দায়িত্ব হল খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, যাতে তারা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারে।’
গৌতম গম্ভীরের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাটিং অর্ডার ঘন ঘন পরিবর্তন ও তরুণ খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ভরসার কারণে দল প্রত্যাশিত ফল পাচ্ছে না, যা সমালোচনার কারণ হয়েছে। তবে কপিল দেব বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সাধারণ দর্শকের মতোই ক্রিকেট দেখেন, এবং যেহেতু বিসিসিআই তাকে ডাকে না বা পারিশ্রমিকও পান না, তাই মাঠের ভিতরের বিষয়গুলো নিজের চোখে পর্যবেক্ষণ করা তার পক্ষে সম্ভব নয়।