প্রকাশিত :
২২ ডিসেম্বর ২০২৫, ৩:১৬:১১
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র সমর্থকদের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী গ্রীষ্মে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই তিনি এগোচ্ছেন।
সান্তোসে দুর্দান্ত মৌসুম পার করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। দলকে অবনমনের হাত থেকে রক্ষা করতে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ডাক না পাওয়া সত্ত্বেও নেইমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইএসপিএনের প্রতিবেদনে নেইমার বলেন, ‘বিশ্বকাপটা ব্রাজিলে ফেরাতে আমরা সবকিছু করব, এমনকি অসম্ভবও। জুলাইয়ে আমাকে আমার কথার জন্য দায়ী করতে পারেন। যদি আমরা ফাইনালে উঠি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, গোল করব।’
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকে জাতীয় দলে ডাক পাননি। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনেও এই সময়ে মাঠে নামার সুযোগও মেলেনি। তবে ইতিহাসের পাতায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নামটা লিখে রেখেছেন।
এদিকে সান্তোসের সঙ্গে ছয় মাসের নতুন চুক্তি করতে তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। চলতি মৌসুমে ইনজুরির কারণে মাত্র ৩০ ম্যাচে খেলতে পেরেছেন তিনি। তাতেও করেছেন ১২ গোল ও ৬ অ্যাসিস্ট, এবং শেষ চার ম্যাচে পাঁচ গোলের মাধ্যমে দলকে অবনমন থেকে রক্ষা করেছেন। আপাতত অন্য ক্লাবের চিন্তা নেই, বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে থাকতে চান তিনি।