আপডেট :
০৬ নভেম্বর ২০২৫, ৩:৫৯:০৩
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন নির্বাচিত নেতারা। দ্বিতীয় সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মহিউদ্দিন খান আরও বলেন, ‘২০১৯ সালে ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় তাকে সদস্যপদ দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে ২০২৫ সালের ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সদস্যপদ বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি সিদ্ধান্তটিতে নীতিগতভাবে একমত হয়েছেন। ফলে এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র।’
২০২৪ সালের জুলাইয়ে ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ও বিশ্ববিদ্যালয় প্রসাশন কর্তৃক প্রকাশিত ৪০৩ জন অপরাধী ও সহিংসতায় জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিচারের ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে প্রসঙ্গে মহিউদ্দিন খান বলেন, ‘জুলাইয়ে হামলা, মামলা ও সহিংসতায় জড়িত সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর বিচারের দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিষয়ে কিছু পদক্ষেপ নিলেও এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি যতটুকু জানি, ৪০০-র বেশি ব্যক্তির বিষয়ে তদন্ত হয়েছে।’
এসময় ডাকসুর সদস্য সর্বমিত্রকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গেও বলেন মহিউদ্দিন খান। তিনি বলেন, ‘যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ বা সমালোচনা করা হচ্ছে, তা গঠনমূলক নয়। কোনো উদ্যোগের বাস্তবায়ন প্রক্রিয়ায় ভুল হতে পারে, কিন্তু তার মূল উদ্দেশ্য অর্থাৎ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে আমরা আপসহীন।’
তিনি আরও বলেন, ‘প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, আমরা তাদের সঙ্গে থাকব। আর যদি না নেয়, আমরা প্রশাসনকে তা নিতে বাধ্য করব। মাদক ব্যবসায়ী বা অপরাধী যেই হোক, ক্যাম্পাসে তাদের জায়গা নেই। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যাব।’