ব্যক্তি করদাতাদের জন্য ‘নো এক্সকিউজ’! অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর
ডিজিটাল প্ল্যাটফর্মেই আয়কর রিটার্ন জমা, কাগজে জমা বন্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া
আপডেট :
০৩ আগস্ট ২০২৫, ৬:০৫:৩০
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫–২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। সোমবার (৩ আগস্ট) জারি করা এক বিশেষ আদেশে এনবিআর জানায়, কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া দেশের সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে আয়কর রিটার্ন ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে দাখিল করতে হবে।
বিশেষ আদেশ অনুযায়ী, চার শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। তারা হলেন-
- ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রবীণ করদাতা
- শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় প্রমাণপত্রসহ)
- বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
- মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
তবে উল্লিখিত এই চার শ্রেণির করদাতা চাইলে অনলাইনেই রিটার্ন জমা দিতে পারবেন।
আদেশে আরও বলা হয়েছে, ই-বিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে কোনো সাধারণ করদাতা নির্ধারিত পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে না পারলে, তাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে যুক্তিসংগত কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তিনি কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দেওয়ার অনুমতি পাবেন। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর এবং সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের ভাষ্য অনুযায়ী, কর ব্যবস্থাকে আরও ডিজিটাল, স্বচ্ছ এবং করদাতাবান্ধব করার লক্ষ্যেই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। এতে করদাতাদের হয়রানি কমানো এবং সেবার মান বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।