প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৫, ২:৩৪:১৫
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের একটি পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ। এ ছাড়া ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। ব্যারিকেড হিসেবে ব্যবহৃত রোড ব্লকারেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়।
দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে থমথমে রয়েছে পরিস্থিতি। ফলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বন্ধ রয়েছে যান চলাচল। মিরপুর সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
মানিক মিয়া অ্যাভিনিউ বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে। আন্দোলনকারীদের একটি গ্রুপ আড়ংয়ের দিকে, আরেকটি খামার বাড়ির দিকে অবস্থান করছে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।
উল্লেখ্য, আজ বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়েছে এনসিপি।