প্রকাশিত :
১১ নভেম্বর ২০২৫, ৮:৫৩:৪৮
সারাদেশেই চলছে শীতের আমেজ। এরইমধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়ার পাশাপাশি দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা প্রায় ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে, যা সেখানে কনকনে শীতের অনুভূতি দিতে পারে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিমের (বিডব্লিউওটি) এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
বিডব্লিউওটি’র পক্ষ থেকে আরও জানানো হয়, মূলত রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর কয়েকটি এলাকায় তাপমাত্রা আগামী দুদিনও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকা হলো—রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় জেলা ও এর আশপাশের এলাকা।
পাশাপাশি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর ও আশপাশের এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এতে অঞ্চলগুলো ও এর আশপাশের এলাকায় আগামী দুদিন কনকনে শীতের অনুভূতি থাকতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আগামী শুক্রবারের (১৪ নভেম্বর) পরে উষ্ণ বায়ু-প্রবাহের কারণে ও কুয়াশা বেল্টের সম্ভাবনা থাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে শুক্রবারের পরে তিন-চার দিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রার মান কিছুটা কমে আসতে পারে। এতে রাত্রিকালীন শীতের অনুভূতি সামান্য হ্রাস পেলেও দিনে কিছুটা ঠান্ডা ভাব চলে আসতে পারে।
নভেম্বর মাসের বাকি সময়ে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বিডব্লিউওটি।