জামায়াতপন্থি শিক্ষকদের পক্ষপাতের অভিযোগ তুললেন জিএস প্রার্থী হামিম
ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে জামায়াতপন্থি শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন ছাত্রদলপন্থি জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
আপডেট :
০৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতপন্থি শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
তিনি অভিযোগ করে বলেন, “এসব শিক্ষক শিবির নেতাদের চেয়েও অনেকটা অতিউৎসাহী আচরণ করছেন। অনেক সময় ভোটারদের ব্যালট দিতে বিলম্ব করছেন।” তবে এ বিষয়ে এখনও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এ অভিযোগ করেন হামিম।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে ভোটের পরিবেশ ভালো। আশা করি শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব বেছে নেবেন।” এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান। উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।
ডাকসু নির্বাচনের তথ্য
- মোট ভোটার: ৩৯,৮৭৪ (ছাত্র: ২০,৯১৫, ছাত্রী: ১৮,৯৫৯)
- ভোটকেন্দ্র: ৮টি, বুথ: ৮১০টি
- প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৪৭১ জন
- ডাকসু পদ: ২৮টি (ভিপি ৪৫, জিএস ১৯)
- হল সংসদ: ১৮টি হলে ১,০৩৫ জন প্রার্থী, মোট পদ ২৩৪
- ভোটদান পদ্ধতি: ওএমআর ফরমে, ৬ পাতার ব্যালটে
- ফলাফল গণনা: ১৪টি মেশিনে, ঘোষণা করা হবে সিনেট ভবনে, এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার