জাওয়াদ-রিজান-আবদুল্লাহর ব্যাটিং দাপটের পর ইমনের দুর্দান্ত বোলিং; বেনোনিতে দুরন্ত সূচনা টাইগার যুবার
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ৭:৪৪:৪৩
প্রস্তুতি ম্যাচেই দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই আত্মবিশ্বাসের ধারাবাহিকতা রেখে এবার সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। শনিবার (১৯ জুলাই) বেনোনির উইলোমোর পার্কে অনুষ্ঠিত ম্যাচে ১৩০ রানের বিশাল জয় পেয়েছে টাইগার যুবারা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় খেলেন ৭০ রানের দৃষ্টিনন্দন ইনিংস। মিডল অর্ডারে রিজান হোসেন ও উইকেটরক্ষক মোহাম্মদ আবদুল্লাহর ব্যাটে আসে জোড়া হাফসেঞ্চুরি। রিজান করেন ৫৫ বলে ৬৩ রান এবং আবদুল্লাহ খেলেন ৭৬ বলে সমান ৬৩ রানের ইনিংস।
অধিনায়ক আজিজুল হাকিম তামিমও দলের স্কোরে অবদান রাখেন ২৬ রান করে। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দলের হয়ে কেবল ওপেনার ও অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া কিছুটা প্রতিরোধ গড়েন। তিনি ৭২ রান করলেও বাকিরা কেউই ত্রিশের ঘর ছুঁতে পারেননি।
বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং আক্রমণে মাত্র ৩২.১ ওভারেই ১৫৫ রানে অলআউট হয় স্বাগতিক আফ্রিকান যুবা দল।
দলের হয়ে সবচেয়ে সফল ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন। তিনি মাত্র ২৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন অধিনায়ক আজিজুল হাকিম, রিজান হোসেন ও দেবাশীষ দেব।
এ জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার একই ভেন্যুতে।