প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭:৫৮
দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপ সেরা হয়েছে লামিন ইয়ামালদের স্পেন। এবার ফুটবলপ্রেমীদের অপেক্ষা—দুই প্রজন্মের দুই তারকার মুখোমুখি লড়াই দেখার।
আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। কোপা আমেরিকা ও ইউরো জয়ী দুই দলের এই মহারণের নাম ফিনালিজিমা। এর আগে কাতার বিশ্বকাপের আগে একই টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ইতালি মুখোমুখি হয়েছিল।
আর্জেন্টিনা–স্পেন ম্যাচটি আয়োজনের জন্য ফিফা, দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা চলছিল। আগামী বছরের ২৭ মার্চ কাতারে ম্যাচটি হতে পারে—এমন আলোচনা হলেও তখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। অবশেষে ফিফা ঘোষণা দিয়েছে, কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফিনালিজিমা।
সূচি চূড়ান্ত করতে কিছুটা দেরি হয়েছিল স্পেন ফুটবল ফেডারেশনের কারণে। স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ম্যাচটি খেলতে আগ্রহী হলেও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আগে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না। গত মাসে স্পেনের বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পরই এই ম্যাচ আয়োজনের পথ পরিষ্কার হয়।
এবারের ফিনালিজিমার আলো মূলত মেসি ও ইয়ামালের ওপর। মাত্র ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল বার্সেলোনার জার্সিতে খেলছেন এবং উঠে এসেছেন ক্লাবটির বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে। মেসির মতো তিনিও বাঁ পায়ের ফুটবলার এবং অল্প বয়সেই পেয়েছেন বিস্ময়বালকের খ্যাতি। মাঠের পারফরম্যান্সে মেসির সঙ্গে তুলনার যথার্থতা প্রমাণ করেছেন ইয়ামাল—ইতোমধ্যে জিতেছেন ইউরো ও লা লিগা। কম বয়সেই লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবলে ভেঙেছেন একাধিক রেকর্ড।
সব মিলিয়ে, ফিনালিজিমায় একই মাঠে মেসি ও ইয়ামালকে দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।